চলতি বছর রেকর্ড বিদ্যুৎচালিত গাড়ি তৈরি করবে চীন
2023-03-07 18:15:58

 

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর  রেকর্ড ৮০ মিলিয়ন বিদ্যুৎচালিত বা ইলেকট্রিক গাড়ি তৈরি করবে চীন। চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স –সিপিপিসিসি’র জাতীয় কমিটির প্রকাশ করা এক পরিসংখ্যনে এ তথ্য প্রকাশ করা হয়।

 

পরিসংখ্যানে বলা হয়, ২০২২ সালে প্রায় ৭০ মিলিয়ন ইলেকট্রিক গাড়ি তৈরি হয় চীনে। চলতি বছর  আরো ১০ মিলিয়ন বেশি গাড়ি তৈরি হবে বলে জানান এই কর্তৃপক্ষের অর্থনীতি বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান মিয়াও ওয়েই।

 

তিনি জানান, গেল বছর চীন ২৭০ মিলিয়ন গাড়ি উৎপাদন করে। এসবের ২৫ শতাংশই ছিলো বিদ্যুৎচালিত গাড়ি। চলতি বছর ইলেকট্রিক গাড়ি উৎপাদনের হার ৩০ শতাংশ হতে পারে অর্থাৎ আরো প্রায় ১০ মিলিয়ন ইলেকট্রিক গাড়ি এবার বেশি উৎপাদন করা হবে।

 

বর্তমানে চীনের রাস্তায় চলাচলকারী গাড়িগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই বিদ্যুৎচালিত। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির জন্য চার্জিং স্টেশনের চাহিদা। কর্তৃপক্ষ বলছে, এই চাহিদার কথা মাথায় রেখে এবার দেশের বিভিন্ন জায়গায় বাড়ানো হচ্ছে চার্জিং সেবার পরিসর। বিশেষ করে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলো বিপুল বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছে চার্জিং স্টেশন স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করতে।

সাজিদ/ শান্তা