চীনের গুণগতমানের উন্নয়ন বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনবে
2023-03-07 10:59:30

মার্চ ৭: সম্প্রতি চীনের জাতীয় গণ-কংগ্রেস (এনপিসি) ও গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গের মনোযোগ আকর্ষণ করেছে। অনেকে মনে করেন, চীনের নতুন উন্নয়ন কাঠামোর মাধ্যমে গুণগতমানের উন্নয়ন বাস্তবায়ন করা যাবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রাণশক্তি যোগাবে।

সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা একাডেমির প্রশাসন ও টেকসই উন্নয়ন গবেষণাগারের প্রধান লু ইয়াং ছুন বলেন, তিনি চীনা অর্থনীতির টেকসই উন্নয়নে আশাবাদী। চীন পুঁজি বিনিয়োগ এবং ডিজিটাল ও টেকসই উন্নয়নের ওপর নজর রাখছে। চীনের অর্থনৈতিক রূপান্তর হচ্ছে, তা ভবিষ্যতে আরো ভালো ও উন্নত হবে। বিশ্বের কাছে চীন একটি অতি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সত্তা।

 

বিশ্বের প্রাকৃতিক সভ্যতা নির্মাণে চীনের ভূমিকা প্রত্যাশা করে আন্তর্জাতিক সমাজ। কেনিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ আডহির কাভেনস বলেন, চীনের আধুনিকায়নের পথ আফ্রিকার দেশগুলোর জন্য বেশ আকর্ষণীয় ব্যাপার। চীনের উন্নয়নের অভিজ্ঞতা শিখতে চায় তারা। চীনের আধুনিকায়ন সবার স্বার্থ বিবেচনা করে, যা চীনের চরম দারিদ্র্যমুক্তি থেকে বোঝা যায়।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)