বিশ্বে এখনও ৩০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত: জাতিসংঘ মহাসচিব
2023-03-07 19:21:57

মার্চ ৭: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (সোমবার) নিউইয়র্কে সংস্থার সদর দফতরে আয়োজিত নারীবিষয়ক কমিটির ৬৭তম সভায় বলেন, বিশ্বে এখনও ৩০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত, যাদের অধিকাংশই উন্নয়নশীল দেশগুলোর নারী।

তিনি আরও বলেন, সারা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল, ও গণিতের শিক্ষার্থীদের মাত্র তিন ভাগের এক ভাগ হলেন নারী। আর প্রযুক্তি শিল্পে পুরুষ কর্মীর সংখ্যা নারীকর্মীর দ্বিগুণ এবং এআই খাতে নারীকর্মী মাত্র পাঁচ ভাগের এক ভাগ।

মহাসচিব বিশ্বজুড়ে, বিশেষ করে বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর নারী ও শিশুদের শিক্ষার মান উন্নত করারও আহ্বান জানান। (ছাই/আলিম)