চীনের শানইয়াংয়ে চীন-ইউরোপ মালবাহী ট্রেনের কার্গো হাব উদ্বোধন করা হয়েছে
2023-03-07 18:11:57

 

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: শনিবার চীন-ইউরোপ মালবাহী ট্রেনের জন্য একটি নতুন কার্গো একত্রীকরণ হাব উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শানইয়াংয়ে চালু করা হয়েছে।

 

চীন রেলওয়ে এক্সপ্রেস শানইয়াং হাবের উদ্বোধন উপলক্ষে সম্প্রতি সকালে ৫৫ টি কন্টেইনার বহনকারী একটি ট্রেন রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

 

হাবটি শুল্ক তত্ত্বাবধানে ৮০ হাজার বর্গ মিটার সহ ৯২ হাজার  বর্গ মিটারের মোট জমি জুড়ে রয়েছে। চীন রেলওয়ে এক্সপ্রেসের অপারেশন বিভাগের উপ-ব্যবস্থাপক লি হাইপিং বলেন, প্রতি বছর এক হাজারটি চীন-ইউরোপ মালবাহী ট্রেন পরিচালনার ক্ষমতা সহ একই সময়ে তিন হাজার বিশ-ফুট সমতুল্য ইউনিট সংরক্ষণের জন্য হাবটি যথেষ্ট বড়।

শান্তা/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া