নিরাপত্তা পরিষদের উচিত অবিলম্বে দক্ষিণ সুদানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া: চীনা প্রতিনিধি
2023-03-07 17:28:34

মার্চ ৭: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি তাই পিং গতকাল (সোমবার) আয়োজিত নিরাপত্তা পরিষদের এক সভায় বলেন, পরিষদের উচিত অবিলম্বে দক্ষিণ সুদানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

তাই পিং বলেন, সম্প্রতি দক্ষিণ সুদানের অনেক এলাকায় সহিংসতা বেড়েছে এবং নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সহিংসতা বন্ধ করতে এবং আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে বিদ্যমান মতপার্থক্য দূর করতে আহ্বান জানায়।

তিনি বলেন, দক্ষিণ সুদানের ওপর নিরাপত্তা পরিষদের আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা সেদেশের সরকারের সক্ষমতা কমিয়েছে। ফলে, সরকার দেশের বেসামরিক নাগরিকদের রক্ষায় কোনো কোনো ক্ষেত্রে সফল হতে পারছে না। এ অবস্থায় নিরাপত্তা পরিষদের উচিত নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া।

তাই পিং আরও বলেন, ২০২৩ সাল দক্ষিণ সুদানের পুনর্জাগরণের চুক্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক রূপান্তর প্রচারের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এই গুরুত্বপূর্ণ ও  সংকটময় সময়ে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ধৈর্য ধারণ করা এবং দেশটিকে আরও সমর্থন ও উত্সাহ দিয়ে যাওয়া।  (ইয়াং/আলিম/ছাই)