চলতি বছরের প্রথম ২ মাসে চীনের বৈদেশিক বাণিজ্য ৬.১৮ ট্রিলিয়ন ইউয়ান
2023-03-07 18:36:55

মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আমদানি ও রপ্তানি বছরের প্রথম দুই মাসে ০.৮ শতাংশ কমে ৬.১৮ ট্রিলিয়ন ইউয়ান (৮৯০ বিলিয়ন ডলার) হয়েছে। চীনের শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। 

আমদানি-রপ্তানি যৌথভাবে কমলেও এককভাবে রপ্তানি এক বছরের আগের তুলনায় ০.৯ শতাংশ বেড়ে ৩.৫ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে। আর আমদানি ২.৯ শতাংশ কমে ২.৬৮ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে। যার ফলে ৮১০.৩২ বিলিয়ন ইউয়ান বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে তা ১৬.২ শতাংশ বেশি।

হাশিম/সাজিদ

তথ্য ও ছবি: চায়না ডেইলি