চীন ও বাংলাদেশের সম্পর্কে নতুন গতি সঞ্চারের কথা বললেন চীনা রাষ্ট্রদূত
2023-03-07 18:14:04

 

ঢাকা, মার্চ ৭: কোভিড মহামারির সময় কাটিয়ে নতুন আশার আলো দেখা যাচ্ছে । পারষ্পরিক সহযোগিতার ক্ষেত্রে চীন ও বাংলাদেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে এমন প্রত্যাশা ব্যক্ত করলেন বাংলাদেশে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সন্ধ্যায় চীনা দূতাবাসে রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত স্বাগত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সন্ধ্যায় দেশি বিদেশি অতিথিদের পদচারণায় আনন্দমুখর হয়ে ওঠে দূতাবাস প্রাঙ্গণ।  কোভিড মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন আবার শুরু হয় জনসংযোগ।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘গেল তিন বছর আমরা কঠিন সময় পার করেছি কোভিডের কারণে। তবে এখন সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে। মার্চ থেকে চীন ও বাংলাদেশের মধ্যে দৈনিক ফ্লাইট চালু হয়েছে। এর ফলে আরও উচ্চ পর্যায়ের যাতায়াত এবং জনগণের মধ্যে সংযোগ বাড়বে। ব্যবসা বাণিজ্য, সংস্কৃতিগত বিনিময় বাড়বে।’

বাংলাদেশে এবং চীনে এখন বসন্তকাল এসেছে। বসন্ত নতুন প্রাণের সঞ্চার করে।  এই বসন্তকালে দুদেশের সম্পর্কে নতুন গতি সঞ্চারিত হবে। বাংলাদেশ ও চীন একই সমৃদ্ধির স্বপ্নে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রদূত বলেন, ‘বসন্ত নতুন প্রাণশক্তি নিয়ে এসেছে। একসঙ্গে চীন ও বাংলাদেশে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’

রাষ্ট্রদূতের বক্তব্যের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইউননান প্রদেশ থেকে বাংলাদেশ সফরে আসা কুনমিং সাংস্কৃতিক দলের শিল্পীরা বর্ণাঢ্য পরিবেশনায় মুগ্ধ করেন অতিথিদের।

অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রদেশ ইউননানের বিভিন্ন জাতির সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বর্ণিল ইউননানের পরিচয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শান্তা/সাজিদ

ছবি: সিএমজি বাংলা