মার্চ ৭: চলতি বছর চীনের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। দুই অধিবেশনে রিপোর্ট করা বিদেশি সাংবাদিক এবং বিদেশি তথ্যমাধ্যম উচ্চমানের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ জোরদার করার উপর নিবিড় দৃষ্টি রাখে।
‘টাইমস অফ জাম্বিয়ার’ সাংবাদিক বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ জাম্বিয়ার চেহারা পরিবর্তন করে, বহু কর্মসংস্থান সৃষ্টি করে। বিশেষ করে রাজধানী লুসাকার অনেক অবকাঠামো এই উদ্যোগে তৈরি হয়। তিনি ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে আরো বেশি প্রকল্প দেশটিতে চালু হবার সঙ্গে সঙ্গে আরো বেশি দেশের কল্যাণ প্রত্যাশা করেন।
তিনি আরো বলেন, চীন ও জাম্বিয়ার মধ্যে ঐতিহ্যবাহী গভীর মৈত্রী আছে। দেশটির স্বাধীনতা বাস্তবায়ন ও দেশের উন্নয়নে সবসময় চীনা বন্ধুদের দেখা যায়।
এ ছাড়া নেপালের কমিউনিস্ট পার্টির (মার্ক্স-লেনিনবাদী) সাধারণ সম্পাদক ও দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী এক টিভি অনুষ্ঠানে বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ নির্মাণ থেকে শুধু নেপালই নয়, সারা বিশ্ব এর ফলাফল উপভোগ করে। বিশ্বের উন্নয়ন অনুরাগীরা একসঙ্গে যৌথ পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুবিধা পায়। যা মহান উদ্যোগ।
(প্রেমা/তৌহিদ/আকাশ)