জেদী গরুকে পোষ মানানো
2023-03-06 14:58:56

মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: ‘জেদী গরুকে পোষ মানানো’ হলো চীনের চেচিয়াং প্রদেশের একটি ঐতিহ্যবাহী লোকজ নৃত্য। এই লোকজ নৃত্যসহ আরও অনেক লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী আনুষ্ঠানের দেখা মেলে চীনের মন্দির মেলায়।

মন্দির মেলা বা টেম্পল ফেয়ার হলো চীনের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য। স্থানীয় বিভিন্ন বিখ্যাত মন্দিরকে কেন্দ্র করে বসে মেলা। এই মেলায় নানা রকম লোকজ শিল্পসামগ্রী যেমন পাওয়া যায় তেমনি থাকে লোকজ সংস্কৃতির পরিচয়বাহী নানা অনুষ্ঠান। চিয়াংসু প্রদেশের ছাংচৌ শহরের ইয়াংছিয়াও মন্দির প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয় 

এখানে জেদী গরুকে পোষ মানানো নৃত্যে অংশ নেয় শিশুরাও। এই মেলা বর্তমানে ছাংচৌয়ের অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।

শান্তা/রহমান

ছবি: চায়না ডেইলি