জীববৈচিত্র্য সংরক্ষণ ক্ষেত্রে বিশ্ব চীনের অভিজ্ঞতা নিতে পারে
2023-03-06 13:40:38

মার্চ ৬: গতকাল (রোববার) সকালে চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের সম্মেলন বা এনপিসি'র প্রথম অধিবেশনে প্রথম ‘মন্ত্রী চ্যানেল’ খোলা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রীয় পরিষদের আংশিক মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এতে সাক্ষাত্কার দেন। চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুন ছিউ এসময় জানান, জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সমাজ চীনের তিনটি দিকের অভিজ্ঞতা লাভ করতে পারে।

প্রথমত, মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থানের মতো প্রতিবেশগত সভ্যতার ধারণা আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে।

দ্বিতীয়ত, চীনের পরিবেশগত সুরক্ষার ব্যবস্থা বিশ্বে অদ্বিতীয়।

তৃতীয়ত, গত দশ বছরে চীন ব্যাপকভাবে পরিবেশগত প্রতিকার-ব্যবস্থা কার্যকর করেছে। এসব কাজ আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে।

এসব কাজের মাধ্যমে চীন সত্যিকারভাবে পরিবেশগত কার্যকারিতা, সামাজিক কার্যকারিতা এবং অর্থনৈতিক কার্যকারিতা বাস্তবায়ন করেছে।

 

(প্রেমা/তৌহিদ/আকাশ)