চীনা-শৈলীর আধুনিকীকরণ বিশ্বের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করেছে: সিএমজি সম্পাদকীয়
2023-03-06 15:01:24

 

মার্চ ৬: চীন সরকার গতকাল (রোববার) জাতীয় গণ-কংগ্রেসে সরকারি কর্মপ্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে এ বছর চীনের উন্নয়নের প্রধান প্রত্যাশিত লক্ষ্য ঘোষণা করা হয়। বিশ্ব অর্থনীতি ধীর গতিতে বৃদ্ধির প্রেক্ষাপটে চীনের কর্মপ্রতিবেদন বিশ্বে বিরল আস্থা যোগ করেছে। সিএমজি সম্পাদকীয় এসব কথা বলেছে।

 

উচ্চ মানের উন্নয়ন বাস্তবায়ন করা হল, চীনা-শৈলীর আধুনিকীকরণের মৌলিক দাবিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। গত ৫ বছরে চীনের জিডিপি বেড়ে দাঁড়িয়েছে ১২১ ট্রিলিয়ন ইউয়ান; যা গড় বার্ষিক প্রবৃদ্ধির ৫.২ শতাংশ পেয়েছে। এ বছর, চীন প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় ৫ শতাংশ নির্ধারণ করেছে। চীনের অর্থনৈতিক উন্নয়নের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিস্থিতি বিবেচনা করে দেশীয় চাহিদা পূরণ করা এবং আস্থা জোরদারে তা সহায়ক।

 

এ বছর চীনের অর্থনৈতিক উন্নয়নের প্রধান কাজগুলির মধ্যে রয়েছে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, একটি আধুনিক শিল্প ব্যবস্থার নির্মাণ জোরদার করা, বিদেশি পুঁজি আকৃষ্ট ও ব্যবহার করার জন্য আরও বেশি চেষ্টা করা এবং কার্যকরভাবে বড় অর্থনীতি ও আর্থিক ঝুঁকি প্রতিরোধ করা। এটি চীনা-শৈলীর আধুনিকীকরণের দৃঢ় অগ্রগতির পাশাপাশি বিশ্বের জন্যও বড় সুযোগ নিয়ে এসেছে।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)