চীনের ইউননানে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান লাভ
2023-03-06 14:54:17

 

৬ মার্চ সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা দক্ষিণ পশ্চিম চীনের ইউননান প্রদেশে প্যাফিওপেডিলাম ওয়ারদি সামারহায়েস নামের বিরল প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছেন। এটা চীনের এই ধরনের উদ্ভিদের একমাত্র পরিচিতি বন্য নমুনা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)  এই প্রজাতিকে বিপদগ্রস্ত প্রজাতির লাল তাকিায় অন্তর্ভুক্ত করেছে।

২০২৩ সালের শুরুর দিকে, কাওলিকং পর্বতমালায় ন্যাশনাল নেচার রিজার্ভের ফুকং ব্যবস্থাপনা শাখার কর্মীরা প্যাফিওপিডিলামের সন্ধ্যানে মাঠ পর্যায়ে কাজ শুরু করে।

২৭ ফেব্রুয়ারি গবেষকরা কাওলিকং পর্বতের ১৩০০ মিটারের বেশি উচ্চতায় পাহাড়ি ঘাসের মাঠে একটি বন্য প্যাফিওপেডিলাম উদ্ভিদ আবিষ্কার করেন। চায়নিজ একাডেমি অফ সায়েন্সেসের অধীনে উদ্ভিদবিদ্যা ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা এটিকে বিরল প্রজাতি প্যাফিওপেডিলাম ওয়ার্দি সামারহায়েস হিসেবে চিহ্নিত করেছেন।

ইনস্টিটিউটের একজন গবেষক চিন সিয়াওহুয়া বলেন, "২০০৪ সাল থেকে, আমি কাওলিকং পর্বতমালায় গিয়েছি প্রায় ১০০টি ক্ষেত্রের তদন্তের জন্য এবং ৩০ টিরও বেশি নতুন প্রজাতির অর্কিডেসি খুঁজে পেয়েছি, কিন্তু প্যাফিওপেডিলাম ওয়ার্দি সামারহায়েস প্রজাতির একটিও বন্য উদ্ভিদ পাইনি।"

চিনের মতে, প্রজাতিটি শুধুমাত্র দক্ষিণ-পশ্চিম ইউননান এবং উত্তর মায়ানমারে পাওয়া যায়।এর ফুলের সময়কাল ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত।

শান্তা/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া