যৌথ-ক্রেডিট পাইলট প্রকল্পের উন্নয়নে চীনের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশনের নোটিশ জারি
2023-03-06 19:37:51

মার্চ ৬:  চীনের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন সম্প্রতি যৌথ-ক্রেডিট পাইলট প্রকল্পের আরও উন্নয়নের জন্য একটি নোটিশ জারি করেছে। এর লক্ষ্য, ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রেডিট-ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা, ব্যাঙ্ক-এন্টারপ্রাইজ সম্পর্ক উন্নত করা, এবং ক্রেডিট বরাদ্দ আরও কার্যকর করা।

চীনের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন জানায়, ২০১৮ সালে কমিশন পাইলট পদ্ধতিতে যৌথ-ক্রেডিট ব্যবস্থাপনার জন্য "ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠানের যৌথ-ক্রেডিট বরাদ্দ (পরীক্ষামূলক)" শীর্ষক প্রশাসনিক ব্যবস্থা জারি করে। বর্তমানে, ব্যবস্থাটি ভালোভাবে কাজ করছে। এতে সংশ্লিষ্ট ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ উন্নত হয়েছে, তথ্য ভাগাভাগি জোরদার হয়েছে, এবং কর্পোরেট অর্থায়ন কাঠামোর উন্নতি ঘটেছে।

কমিশন আরও জানায়, সংস্থাটি যৌথ ক্রেডিট পাইলট প্রকল্পের কাজকে গভীরতর করতে, মধ্যম ও দীর্ঘমেয়াদী ব্যাঙ্ক-এন্টারপ্রাইজ সম্পর্ক গড়ে তুলতে, এবং প্রকৃত অর্থনীতির পরিষেবার গুণগত মান ও দক্ষতাকে ক্রমাগত উন্নত করতে, ব্যাঙ্কিং খাতের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গাইড করে যাবে।  (ইয়াং/আলিম/ছাই)