চীনা বৈশিষ্ট্যের আধুনিকীকরণ বিশ্বের জন্য কল্যাণকর: বিশ্ব জনমত
2023-03-06 13:44:58

মার্চ ৬: চীনের দুই অধিবেশন চলাকালে বিভিন্ন দেশের ব্যক্তিরা চীনা বৈশিষ্ট্যের আধুনিকীকরণ এবং উন্নয়নে চীনের সাফল্যের প্রশংসা করেছেন। তারা মনে করেন, চীনা স্টাইলের আধুনিকীকরণের ফল বিশ্বের জন্য কল্যাণকর হবে।

সৌদি-চায়না বিজনেস কাউন্সিলের উপ-প্রধান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গভীরভাবে চীনের অর্থনৈতিক উন্নয়নের বিরাট শক্তি দেখা গেছে। বিশেষ করে, গত কয়েক বছরে বিশ্ব অর্থনীতির ভবিষ্যতে ঝুঁকি সৃষ্টির প্রেক্ষাপটে, সৌদি সবসময় চীনের কাছ থেকে সুযোগ ও আশা দেখেছে এবং সমর্থন পেয়েছে। সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে শক্তিশালী অংশীদার চীন।

কলাম্বিয়া ইউনিভার্সিটি ফর ফরেন স্টাডিজের আন্তর্জাতিক-বিষয়ক বিশেষজ্ঞ বলেন, চীন অভ্যন্তরীণ চাহিদা উদ্দীপ্ত করার মাধ্যমে অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদার করেছে এবং আন্তর্জাতিক সরবরাহ চেইন পুনর্বিন্যাস করেছে। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে, চীন উচ্চমানের উন্নয়ন এবং আরো টেকসই উন্নয়ন অনুসন্ধান করছে।

ব্রাজিলের মন্ত্রী বলেন, শুধু চীনা বৈশিষ্ট্যের আধুনিকীকরণ নয়, বরং চীনের বৈজ্ঞানিক উদ্ভাবন দক্ষতা এবং অবকাঠামো ও লজিস্টিকসহ বিভিন্ন খাতে বিনিয়োগে চীনের সাফল্যের প্রশংসা করে ব্রাজিল। দেশটিতে আরো বেশি চীনা বিনিয়োগ প্রত্যাশা করেন তিনি।

জনৈক জার্মান অর্থনীতিবিদ জানান, চীনের দুই অধিবেশনে দেওয়া বার্তা নিঃসন্দেহে গভীরভাবে চীনা বাজার উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে। বর্তমানে বহু ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বে চীনের প্রযুক্তিগত প্রাধান্য আছে। চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় জার্মানি।

(প্রেমা/তৌহিদ/আকাশ)