সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি বিদেশি হ্যাকারদের আক্রমণ
2023-03-06 18:44:33

মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ছৌ হংই বলেছেন, বিদেশি সরকারের মদদপুষ্ট হ্যাকারদের হামলা চীনের জন্য সবচেয়ে বড় সাইবার হুমকি হয়ে দাঁড়িয়েছে। চীনা গণমাধ্যম চায়না ডেইলিতে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বড় ধরনের ক্ষতি এড়াতে এসব হামলা মোকাবিলার সক্ষমতা অর্জনের উপর জোর দেন এই উপদেষ্টা।

তথ্যগত ত্রুটি ও দুর্বলতা থাকলে এসব গোপন হামলার ঘটনা ঘটে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান সতর্ক হচ্ছে তবে বহু প্রতিষ্ঠান এখনো বুঝতেই পারেনা তারা হামলার শিকার হয়েছে। সাইবার স্পেসকে অদৃশ্য এসব হামলা শনাক্ত করা সবচেয়ে জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ডিজিটাল অর্থনীতির উন্নয়ন ও বিকাশ দ্রুততর হওয়ার ফলে সাইবার হামলার সংখ্যা বেড়েছে জানিয়ে তিনি বলেন, ডিজিটিাল চীন গঠন একটি জাতীয় কৌশলে পরিণত হয়েছে।

সম্প্রতি চীনের বিভিন্ন ওয়েবসাইটে হামলা চালানো ৫১টি হ্যাকার সংগঠনের খোঁজ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, এসব হ্যাকাররা বিদেশি বিভিন্ন সরকারের মদদপুষ্ট। এসব হ্যাকারটা চীনা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে কয়েক হাজার বার হামলা চালিয়েছে বলেও সতর্ক করেন তিনি।

বিভিন্ন শহর পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।

সাজিদ/ শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি