কোভিডের বিরুদ্ধে পদক্ষেপ জোরালো করবে চীন
2023-03-06 14:51:26

মার্চ ০৫, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড-১৯-এর বিরুদ্ধে চলমান পদক্ষেপের পাশাপাশি চলতি বছর চীন চিকিৎসা সরঞ্জামের সরবরাহ বাড়াবে, স্বাস্থ্য অবকাঠামো উন্নত করবে এবং গুরুতর রোগীদের অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসা দেওয়ার ব্যবস্থাপনা সুদৃঢ় করবে।

বেইজিংয়ে চলমান দুই অধিবেশনে রোববার দেশটির আইনপ্রণেতাদের কাছে জমা দেওয়া এক খসড়া প্রতিবেদনে এ পরিকল্পনার কথা বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোভিড-১৯ ব্যবস্থাপনাকে ‘এ’ শ্রেণি থেকে ‘বি’ শ্রেণিতে নামিয়ে আনার প্রেক্ষাপটে দেশটি মহামারী পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা ক্ষমতা বাড়াবে এবং রিপোর্টিং ব্যবস্থাকে উন্নত করবে।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন তৈরি ওই প্রতিবেদন ১৪তম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনের উদ্বোধনী সভায় বিতরণ হয়।

এতে বলা হয়, চীন বয়স্কদের মধ্যে কোভিড-১৯ টিকা দেওয়ার হার আরও বাড়াবে, গ্রামীণ স্বাস্থ্যসেবার দুর্বলতা কাটিয়ে উঠবে এবং নিবিড় পরিচর্যা অবকাঠামোর সক্ষমতা বাড়াবে।

এছাড়া গ্রামীণ হোস্টেল ও হোটেলগুলোর সংস্কার বা প্রতিষ্ঠাকে উৎসাহিত করা হবে, যাতে জরুরী পরিস্থিতিতে সেগুলোকে দ্রুত চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায়। - রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি

#চীন #কোভিড_১৯ #দুই_অধিবেশন