দুর্বার গতিতে এগিয়ে চলছে সিনচিয়াংয়ের ডিজিটাল অর্থনীতি
2023-03-06 14:25:46

চীনের সিনচিয়াং ব্যাপকভাবে ‘ডিজিটাল অর্থনীতি’র উন্নয়ন করেছে। উরুমুচি ও কেলাময়ি ক্লাউড কম্পিউটিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক তথ্য কেন্দ্রের নির্মাণ ত্বরান্বিত করেছে। সিনচিয়াং সফটওয়্যার পার্ক ‘চায়না সফটওয়্যার ফেমাস পার্ক’ প্রতিষ্ঠাকে সমর্থন দিয়ে নতুন প্রজন্মের তথ্য প্রযুক্তি ও নির্মাণ শিল্প যৌথ উন্নয়নের পরীক্ষামূলক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। বেশ কিছু নির্ধারিত আকারের উপরে শিল্প প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দিয়ে ডিজিটাল অর্থনীতি ও বস্তুনিষ্ঠ অর্থনীতির গভীর একীকরণ ত্বরান্বিত করা হয়েছে। এসব অঞ্চলটির উচ্চমানের উন্নয়নের জন্য নতুন চালিকাশক্তি যোগাবে।

 

সিনচিয়াং শিল্প ও তথ্য প্রযুক্তি বিভাগের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে সিনচিয়াংয়ের ডিজিটাল অর্থনীতি ও বস্তুনিষ্ঠ অর্থনীতির একীকরণ বেগবান হয়েছে। ডিজিটাল শিল্পায়ন এবং শিল্প ডিজিটাইজেশন ধারাবাহিকভাবে এগিয়ে গেছে। ফলে গতবছর ডিজিটাল অর্থনীতি শিল্পের প্রধান পরিষেবার আয় ২০২১ সালের একই সময়ের চেয়ে ৪৩ শতাংশ বেড়ে ১৫ হাজার ৯শ’ কোটি ইউয়ান ছিল।

কৃষি অর্থনীতি ও শিল্প অর্থনীতির পর প্রধান অর্থনৈতিক আকার হিসেবে ডিজিটাল অর্থনীতির কেন্দ্রীয় শিল্পগুলোতে রয়েছে বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ৫জি টেলিযোগাযোগ ও  ইন্টারনেট অব থিংসের মতো নতুন প্রযুক্তি। নতুন খচরা-বিক্রয় ও নতুন নির্মাণ এর প্রধান ব্যবহারিক ক্ষেত্র।

 

সিনচিয়াংয়ের শিল্প ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান জানান, চলতি বছর সিনচিয়াং গভীরভাবে নতুন প্রজন্ম তথ্য প্রযুক্তি ও নির্মাণ শিল্পের একীকরণ উন্নয়নের পরীক্ষামূলক দৃষ্টান্ত চালিয়ে স্থানীয় নেতৃস্থানীয় প্রতিষ্ঠান যুগান্তকারী ও কাট-ইন পয়েন্ট হিসেবে বেশ কিছু নির্ধারিত আকারের উপরে শিল্প প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর নেতৃত্ব দিয়ে ডিজিটাল অর্থনীতি ও বস্তুনিষ্ঠ অর্থনীতির গভীর একীকরণ ত্বরান্বিত করবে।

 

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সিনচিয়াংয়ের ডিজিটাল অর্থনীতির মাত্রা ২০.৪৮৬৮ বিলিয়ন ইউয়ান থেকে ৪২.৫৫৭ বিলিয়ন ইউয়ান পর্যন্ত বেড়েছে। গড় বার্ষিক বৃদ্ধি ছিল ১৭.৯৫ শতাংশ। সিনচিয়াংয়ের জিডিপিতে ডিজিটাল অর্থনীতির হার পর্যায়ক্রমে বাড়ছে। ২০১৬ সালের ২১.৩০ শতাংশ থেকে ২০২১ সালের ২৭.৩৬ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। ডিজিটাল অর্থনীতি সিনচিয়াংয়ের অর্থনীতি উচ্চমানের উন্নয়নের নতুন ইঞ্জিনে পরিণত হয়েছে।

 

২০১০ সালে “পেট্রোলিয়াম শহর” খ্যাত কেলাময়ি তথ্য শিল্প উন্নয়নের  ধারণা উত্থাপন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে শহরটি ব্যাপকভাবে ডিজিটাল অর্থনীতির উন্নয়ন করে ‘ওভারটেক করতে লেন পরিবর্তন করা’র চেষ্টা করে শহরটি সিনচিয়াংয়ের ডিজিটাল অর্থনীতি উন্নয়নের উচ্চভূমি হয়েছে। এ পর্যন্ত শহরটির ক্লাউড কম্পিউটিং শিল্প পার্কে পরিকল্পিত ১.৮ লাখ স্ট্যান্ডার্ড ক্যাবিনেটের মধ্যে ৮০ সহস্রাধিক সম্পন্ন হয়েছে। ক্লাউড কম্পিউটিং ক্ষমতা ও ডিজিটাল মজুদ দক্ষতা উত্তর-পশ্চিম চীনে প্রথম শ্রেণীতে আছে।

জানা গেছে, বর্তমানে সিনচিয়াং দ্রুততার সাথে ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটার মতো শিল্প বণ্টন করে ডিজিটাল অর্থনীতি শিল্পকে বেগবান করেছে। বর্তমানে মৌলিকভাবে উরুমুচি শহর, ছাংচি হুই জাতি স্বায়ত্তশাসিত বিভাগ এবং কেলাময়ি শহর গুরুত্বপূর্ণ তথ্য শিল্প অধ্যুষিত এলাকা গড়ে তোলা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে সিনচিয়াংয়ের ১৭টি ডিজিটাল কেন্দ্রের ব্যবহার শুরু হয়েছে।

 

অনেকের জন্য ডেটা বিশ্লেষণ একটি অপরিচিত পেশা। বর্তমানে হোথিয়ান অঞ্চলের পিশান জেলার ডিজিটাল অর্থনীতি শিল্প পার্ক আরও বড় হয়ে যাচ্ছে। জেলাটি অর্থনীতি শিল্প পার্কের অপারেটিং কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি স্যুই চিনলোং বলেন, ডেটা বিশ্লেষণের বিশাল উন্নয়ন ভবিষ্যৎ আছে। কর্মসংস্থানের চাহিদা বেশি। এছাড়া সীমাবদ্ধ উপাদান কম হবার বৈশিষ্ট্য আছে। অধিকাংশ ডেটা বিশ্লেষণ করতে প্রাথমিক কম্পিউটার অপারেশন আয়ত্ত করলেই চলে।

 

তিনি বলেন, ২০২০ সালে অন্যান্য প্রদেশ ও শহরের সমর্থনে পিশান জেলা ডিজিটাল অর্থনীতি শিল্প পার্ক গুরুত্বপূর্ণভাবে ই-বাণিজ্য, লাইভ-স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডেটা বিশ্লেষণ ও মেধাশক্তি প্রশিক্ষণ ঘাঁটির মতো শিল্প উন্নয়ন করার ধারণা উত্থাপন করে।

 

সাম্প্রতিক বছরগুলোতে পিশান জেলা ধারাবাহিকভাবে ডিজিটাল তথ্য অবকাঠামো নির্মাণ ত্বরান্বিত করে অব্যাহতভাবে অঞ্চলের “ডিজিটাল গ্যাপ” কমিয়ে অনেক তরুণ-তরুণীকে জন্মস্থানে ফিরে এসে কাজ করতে উত্সাহিত করেছে। ডিজিটাল অর্থনীতি আগের গভীর দরিদ্র জেলাকে নিয়ে “প্রতি আক্রমণ” বাস্তবায়ন করছে।

 

(প্রেমা/এনাম)