চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের প্রতি শিশুদের আস্থা বাড়ানোর আহ্বান প্রেসিডেন্ট সি’র
2023-03-06 20:39:54

মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের পথ, তত্ত্ব, ব্যবস্থা এবং সংস্কৃতিতে শিশুদের আস্থা গড়ে তোলার জন্য আরও প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি, রোববার চীনের ১৪তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চিয়াংসু প্রদেশের প্রতিনিধি দলের সহকর্মী প্রতিনিধিদের সাথে আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন।

প্রেসিডেন্ট সি বলেন, নতুন যুগের শিক্ষাবিদদের উচিত চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের বিকাশ এবং সমাজতান্ত্রিক উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম তরুণ প্রজন্ম গড়ে তোলা।

প্রেসিডেন্ট সি উল্লেখ করেছেন যে চীনের শিক্ষাকে পাঁচ হাজার বছরের চীনা সংস্কৃতি থেকে মানসম্পন্ন বিষয়কে গ্রহণ করতে হবে। একই সঙ্গে পশ্চিমা সভ্যতার অর্জনগুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে বলে জানান চীনা প্রেসিডেন্ট।

হাশিম/শান্তা