হাই-এন্ড উত্পাদন, বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ও সবুজায়নের ভিত্তিতে ঐতিহ্যবাহী শিল্প উন্নত করা হবে: চীনের শিল্প ও তথ্যায়নমন্ত্রী
2023-03-06 11:17:23

মার্চ ৬: গতকাল (রোববার) চীনের শিল্প ও তথ্যায়নমন্ত্রী চিন চুয়াং লোং বলেছেন, বর্তমানে চীন ঐতিহ্যবাহী শিল্প রূপান্তর ও উন্নয়নের নির্দেশিকা দিয়েছে। ভবিষ্যতে চীন হাই-এন্ড উত্পাদন, বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ও সবুজায়নকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী শিল্প উন্নয়ন জোরদার করবে।

উল্লেখ্য, রোববার সকালে চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের প্রথম অধিবেশনে ‘মন্ত্রীদের চ্যানেল’ খোলা হয়। এসময় অধিবেশনে অংশগ্রহণকারী কিছু মন্ত্রী সাংবাদিকদের সাক্ষাত্কার দেন। তখন এসব মন্তব্য করেছেন জনাব চিন।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)