চলতি বছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উন্নয়ন-ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: চীনের সংস্কার কমিশন
2023-03-06 16:27:03


 


 

মার্চ ০৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় উন্নয়ন সংস্কার কমিশন-এনডিআরসি ভাইস-চেয়ারম্যান চাও ছানসি বলেছেন, চলতি ২০২৩ সালের জন্য দেশটি যেপ্রায় শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা তার বর্তমান অর্থনৈতিক উন্নয়ন-ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

রাজধানী বেইজিংয়েদুই অধিবেশন চলাকালে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোট দেশজ উৎপাদন বা জিডিপিতেপ্রায় শতাংশ প্রবৃদ্ধি দেশটির উন্নয়নের মানোন্নয়নে সহায়ক হবে।

 

সরকারের কর্মপ্রতিবেদনে চলতি বছরের জন্য এই জিডিপি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

চাও বলেন, চীন অর্থনৈতিক অগ্রগতি অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সময় অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেবে।

 

রহমান/শান্তা

 

তথ্য ছবি: সিজিটিএন