চায়না -বাংলাদেশ কালচার এন্ড আর্ট ডে অনুষ্ঠিত
2023-03-06 14:50:15

ঢাকা, মার্চ ৫: চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারের লক্ষ্যে বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস ও নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো চায়না বাংলাদেশ কালচার এন্ড আর্ট ডে। 

রবিবার বিকাল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূল অডিটোরিয়ামে চীনা গান, নৃত্য ও বাজনা পরিবেশন করে শিক্ষার্থী ও আগত অতিথিদের মন মাতিয়েছে চীনের ইউননান প্রদেশ থেকে আগত খুনমিং ন্যাশনাল সং এন্ড ড্যান্স থিয়েটারের কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। স্বাগত বক্তব্যে তিনি এ আয়োজন চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক বিনিময়ের প্রক্রিয়াকে আরো বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চীনা নাচ-গানের পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দেশীয় গান, বাজনা ও নৃত্য পরিবেশন করেন। বাংলা গানের সুরে চীনা শিল্পীরাও ঠোট মেলান তাদের সাথে।

মামুন/মিম/হাশিম।