সিচুয়ানে শুরু হয়েছে কোল-পর্যটন
2023-03-06 16:25:09

 

মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে এখন চলছে কোল ফুলের মৌসুম। সরিষাজাতীয় এই ফুলের চীনা নাম ইয়ো সাই চি।

এই ফুল থেকে তেলবীজ উৎপাদন হয়। এছাড়াও পর্যটন শিল্পে এই ফুলের রয়েছে বিশেষ ভূমিকা। মাঠভরা কোল ফুলের সৌন্দর্য দেখতে অনেক পর্যটক আসেন। ফুলের মাঠে ছবি তুলতে আসেন পর্যটকরা। সিচুয়ান প্রদেশের চোংচৌ টাউনের তাওমিং মাঠে ফুটেছে ঝলমলে হলুদ কোল ফুল।

এই মাঠের কিনারে স্থানীয়ভাবে বিক্রি হচ্ছে কোল ফুলের মধু ও অন্যান্য সামগ্রী। মাঠে আনা হয়েছে বিভিন্ন রাইড। শিশুরা রাইডে চড়েও মজা পাচ্ছে। সবমিলিয়ে কোল ফুলের জন্য চাঙা হয়েছে স্থানীয় পর্যটন শিল্প।

শান্তা/সাজিদ

ছবি: সিনহুয়া