চীনের আধুনিকায়ন বিশ্বের জন্য অনুপ্রেরণা হবে: আন্তর্জাতিক বিশ্লেষক
2023-03-06 14:57:02


 

মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চলমান ‘দুই অধিবেশনে’র গুরুত্বপূর্ণ আলোচ্য দেশটির আধুনিকায়ন উদ্যোগ। চীনের নিজস্ব আধুনিকায়ন প্রক্রিয়া উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুপ্রেরণা হবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

 

ইথিওপিয়ার ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ গবেষক মেলাকু মুলুয়ালেম বলেন, ১.৪ বিলিয়ন মানুষের বিশাল জনগোষ্ঠীর দেশ চীন। উন্নয়নশীল দেশগুলোর মোট জনসংখ্যার (এক বিলিয়ন) চেয়েও তা বেশি। চীন বিশাল এ জনগোষ্ঠির সমৃদ্ধি আনতে সক্ষম হয়েছ, দূর করতে পেরেছে নিরঙ্কুশ দারিদ্র্য। এটি চীনের আধুনিকায়নের বড় বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ বিষয়।

 

মেক্সিকোর দ্য অটোনমাস ইউনিভার্সিটি অফ ইউচাটানের শিক্ষাবিদ পামেলা ক্রিস্টালেস বলেন, চীনের মতো এমন আধুনিকায়ন এর আগে আর দেখা যায়নি। তিনি বলেন, চীনের আধুনিকায়ন প্রক্রিয়ার যে বিষয়টি প্রশংসাযোগ্য তা হলো এটি কোনো একটি অঞ্চল কিংবা, কোনো জনগোষ্ঠির মধ্যে সীমাবদ্ধ  নয়। এতে গোটা দেশের মানুষ উপকৃত হয়েছেন।

 

চীনের এ অভিজ্ঞতা থেকে বেশি জনসংখ্যা কিংবা স্বল্প জনসংখ্যার বিশ্বের উন্নয়নশীল দেশগুলো উপকৃত হবে।

 

হাশিম/শান্তা