বিজ্ঞান ও প্রযুক্তিগত কোম্পানির উদ্ভাবন জোরদার করা হবে: চীনা বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
2023-03-06 11:17:58

মার্চ ৬: গতকাল (রোববার) চীনের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়াং চি কাং বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিগত কোম্পানির উদ্ভাবন জোরদার করা হবে। যে কোনো ধরনের প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়নের মান ও প্রতিযোগিতার শক্তি উন্নত করলে- দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তাতে সম্পূর্ণ সমর্থন দেবে।

এদিন সকালে চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের প্রথম অধিবেশনের ‘মন্ত্রীদের চ্যানেল’ খোলা হয়। এসময় অধিবেশনে অংশগ্রহণকারী কিছু মন্ত্রী সাংবাদিকদের সাক্ষাত্কার দেন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এসময় বলেন, প্রতিষ্ঠানগুলো শুধু প্রযুক্তিগত উদ্ভাবনের মূল অংশগ্রহণকারী নয়, তারা বিজ্ঞান গবেষণার মূল অংশগ্রহণকারী। প্রযুক্তিগত সমস্যা সমাধানের পাশাপাশি তারা নতুন পদ্ধতি, প্রযুক্তি ও ক্ষেত্র নিয়ে গবেষণা করে, বিজ্ঞান প্রযুক্তিকে উত্পাদন শক্তিতে পরিণত করে। কোম্পানিগুলো জাতীয় নিরাপত্তা ও মানুষের জীবন উন্নয়নে মৌলিক ভূমিকা পালন করছে।

(তুহিনা/তৌহিদ/মুক্তা)