চীনের দুই অধিবেশনের ওপর নজর রেখেছে আন্তর্জাতিক সমাজ
2023-03-06 11:11:22

মার্চ ৬: ২০২৩ সালে চীনের দুই অধিবেশন আন্তর্জাতিক সমাজের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ মনে করেন, দুই অধিবেশন চীনের উন্নয়নের সর্বশেষ নীতিমালা জানার গুরুত্বপূর্ণ পদ্ধতি।

মার্কিন খুন ফেডারেশনের চেয়ারম্যান রবার্ট লরেন্স খুন মনে করেন, চলতি বছর চীনের দুই অধিবেশন অনেক গুরুত্বপূর্ণ। কারণ, গত বছর চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসে সর্বশেষ উন্নয়নের দিক নির্ধারণ করা হয়। এবার দুই অধিবেশনে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে বিস্তারিত বিষয় থাকবে। হাইটেক প্রযুক্তির গবেষণা আর নব্যতাপ্রবর্তনে চীনের গুরুত্ব আশাব্যাঞ্জক।

 

ফরাসি কুলার ইনস্টিটিউটের আন্তর্জাতিক ইস্যুর বিশেষজ্ঞ সেবাস্তিয়ান পেরিমোন মনে করেন, দুই অধিবেশন শুধু চীনের জন্য বড় ব্যাপারই নয়, বিশ্বের জন্যও বড় বিষয়। তাই চীনের দুই অধিবেশন বিশ্বের ব্যাপক মনোযোগ পেয়েছে। চীন এখন বিশ্ব অর্থনৈতিক মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্য।

 

বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ বলছেন, চীনের অর্থনীতি দীর্ঘকাল ধরে স্থিতিশীল রয়েছে; তাই বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে তা সহায়ক। চীনের গুণগতমানের উন্নয়নও বিশ্বের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

ব্রাজিলের বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী লুসিয়ানা সান্তোস সাক্ষাত্কালে বলেন, চীনা জনগণের অর্জিত সাফল্য দেখে তিনি গর্বিত। চীনের সঙ্গে সহযোগিতা করতে চায় তাঁর দেশ। চীনের অভিন্ন সহযোগিতা ও স্বার্থ অর্জনের চেতনায় বিভিন্ন দেশের মানুষের গুরুত্ব দেওয়া উচিত, ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগও এ চেতনার প্রতিফলন।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)