‘আসলে নিঃসঙ্গ’
2023-03-05 16:07:13

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেবো চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একজন বিখ্যাত গায়িকার সঙ্গে। তার নাম সিয়ে আন ছি। এতোক্ষণ, আপনারা শুনছিলেন তাঁর কন্ঠে ‘চং উ ইয়ান’ শীর্ষক গান। আপনাদের গানটি ভাল লেগেছে? ১৯৭৭ সালের ১৩ মার্চ হংকংয়ে সিয়ে আন ছি জন্মগ্রহণ করেন। তার মামা-মামি গান খুব পছন্দ করতেন। তাদের প্রভাবে খুব ছোট থেকেই তিনি গানের প্রতি বেশ আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু তখন তিনি শুধু ক্লাসিক্যাল সঙ্গীত জানতেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আসলে নিঃসঙ্গ’ শীর্ষক গান। আশা করি, বন্ধরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিয়ে আন ছি’র কন্ঠে ‘আসলে নিঃসঙ্গ’ শীর্ষক গান। ছয় বছর বয়সে সিয়ে আন ছি পিয়ানো শিখতে শুরু করেন। পরে তিনিও গিটার বাজাতে শিখেছেন। বড় হওয়ার পর তিনি ক্রমে ক্রমে পপ সঙ্গীত সম্পর্কে জানেন এবং পপ সঙ্গীত খুব পছন্দ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তিনি বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর সিয়ে আন ছি পেশা হিসেবে পিয়ানো-শিক্ষকের কাজ বেছে নেন। গান শিখানোর চেয়ে তিনি গান গাইতেই বেশি পছন্দ করতেন। সৌভাগ্যক্রমে  তার সঙ্গীত-প্রতিভা আবিষ্কৃত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘পাহাড়ি রাস্তা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিয়ে আন ছি’র কন্ঠে ‘পাহাড়ি রাস্তা’ শীর্ষক গান। ২০০৫ সালে সিয়ে আন ছি তার প্রথম অ্যালবাম 'Kay one' প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে একজন পেশাদার গায়িকা হিসেবে সঙ্গীত-জীবন শুরু করেন। পরের বছর সিয়ে আন ছি একাধিক অ্যালবাম প্রকাশ করেন এবং অনেক পুরস্কার পান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বার্ষিক গান’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিয়ে আন ছি’র কন্ঠে ‘বার্ষিক গান’ শীর্ষক গান। হংকংয়ে বড় হওয়া সিয়ে আন ছি অনেক ক্যান্টোনিজ গান গেয়েছেন। তার গানগুলোতে হংকংয়ের জন্য বিশেষ ভাবাবেগ প্রকাশিত হয়েছে। হংকং সামাজের সমৃদ্ধি ও পরিবর্তন, শহরবাসীর জীবনধারা, আনন্দ-দুঃখ সবই তার ক্যান্টোনিজ গানে প্রতিফলিত হয়েছে। ক্যান্টোনিজ গান ছাড়া তার গাওয়া ম্যান্ডারিন গানগুলোও বেশ শ্রুতিমধুর। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমরা সবাই ভুলে গেছি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিয়ে আন ছি’র কন্ঠে ‘আমরা সবাই ভুলে গেছি’ শীর্ষক গান। এখন আমরা একসঙ্গে সি আন ছি'র কন্ঠে 'স্মৃতির আড়ালে' শীর্ষক গান শুনবো। এই গানে বন্ধুর সাথে সুসম্পর্কের কথা বলা হয়েছে। প্রেমে ব্যর্থ হবার পর আপনি কি প্রেমিককে পরিত্যাগ করার কথা ভুলে যাবেন। তখন আপনি কি আপনার বন্ধুর কাছে যাবেন? আপনারা কি একসঙ্গে বসে কফি খেতে খেতে কথা বলবেন? চলুন গানটি শুনি।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)