২০২২ সাল সিপিসি ও চীনের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ বছর: সরকারি কর্ম-প্রতিবেদন
2023-03-05 10:48:11

মার্চ ৫: আজ (রোববার) চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের সম্মেলন বা এনপিসি'র প্রথম অধিবেশন বেইজিংয়ে শুরু হয়েছে। সি চিন পিংসহ চীনা নেতারা অধিবেশনে উপস্থিত আছেন। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং অধিবেশনে সরকারি কর্ম-প্রতিবেদন পেশ করেন।

লি খ্য ছিয়াং কর্ম প্রতিবেদনে বলেন, ২০২২ সাল চীনা কমিউনিস্ট পার্টি বা সিপিসি ও চীনের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের সম্মেলন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের জন্য একটি পরিকল্পনা নির্ধারিত হয়েছে। জটিল ও উত্তেজনাময় আন্তর্জাতিক পরিবেশ এবং কঠিন অভ্যন্তরীণ উন্নয়ন, সংস্কার ও স্থিতিশীলতার দায়িত্বের সামনে সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটি গোটা চীনের জনগণকে নেতৃত্ব দিয়ে সার্বিক মহামারীর প্রতিরোধ, অর্থনীতির স্থিতিশীলতা ও নিরাপদ উন্নয়ন বাস্তবায়ন করেছে। সামষ্টিক নিয়ন্ত্রণ জোরদার করে অর্থনীতির স্থিতিশীল ব্যবস্থাপনা, উন্নয়নের মানদণ্ড উন্নয়ন এবং সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করেছে। চীন কঠিন লড়াইয়ে সাফল্য অর্জন করেছে।

(ছাই/তৌহিদ)