অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ করা এবং পুনরুদ্ধার ও ভোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দিতে হবে: সরকারি কর্ম-প্রতিবেদন
2023-03-05 10:54:27

মার্চ ৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (রোববার) চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের সম্মেলন বা এনপিসি'র প্রথম অধিবেশনে তাঁর কর্ম প্রতিবেদনে বলেন, অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো এবং পুনরুদ্ধার ও ভোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, বিভিন্নভাবে শহর ও গ্রামীণ নাগরিকদের আয় বাড়াতে হবে। বড় ধরনের খরচ স্থিতিশীল করা এবং জীবনের পরিষেবা ব্যয় পুনরুদ্ধার করতে হবে। সরকারি বিনিয়োগ ও নীতিগত প্রণোদনা কার্যকরভাবে সামাজিক বিনিয়োগে পরিচালিত করতে হবে। এ বছর আঞ্চলিক সরকারগুলোকে ৩.৮ ট্রিলিয়ন ইউয়ানের বিশেষ ঋণ দেওয়া হবে। আরো বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে দেশের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও স্বল্প মেয়াদী প্রকল্পে বিনিয়োগে উৎসাহ দিতে হবে।

(ছাই/তৌহিদ)