চীনের জুয়েলারি শিল্প পুনরুদ্ধারে সহায়তা করছে আন্তর্জাতিক মেলা
2023-03-05 17:44:17

       

         

মার্চ ৫, সিএমজি বাংলা ডেস্ক:  আকর্ষণীয় হীরা ও রত্নের পসরা নিয়ে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৫-দিনব্যাপী দুটি আন্তর্জাতিক জুয়েলারি পণ্য মেলা শুরু হয়েছে গত বুধবার।

 

৩৯তম হংকং আন্তর্জাতিক জুয়েলারি শো’ এবং ‘৯ম হংকং আন্তর্জাতিক ডায়মন্ড, জেম ও পার্ল শো’ -দুটিতে প্রথম দিন থেকেই ভিড় জমাচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শকরা। এবারের মেলার আয়োজন করেছে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল।

বাজার বিশ্লেষকরা বলছেন, এ মেলা চীনের মূল ভূখন্ড এবং বিদেশি বাজারে জুয়েলারি খাতের ব্যবসায়িক পুনরুদ্ধারে সাহায্য করবে।  

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার পর এই প্রথম এ অঞ্চলে এমন বিশালাকার কোনো মেলা অনুষ্ঠিত হচ্ছে। দুটি মেলায় পণ্য প্রদর্শনীতে অংশ নিয়েছে মোট ৩৬টি দেশ ও অঞ্চল থেকে আসা ২ হাজার ৫ শো'রও বেশি প্রদর্শক। পাশাপাশি ৭০টি দেশ ও অঞ্চল থেকে ১০০টি বায়ার গ্রুপ অংশ নিচ্ছে এ মেলায়। 

 

মামুন/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।