২০২৩ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ
2023-03-05 12:09:53

মার্চ ৫: চীনের জাতীয় গণ-কংগ্রেসের চতুর্দশ জাতীয় কমিটির প্রথম অধিবেশন রবিবার সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে উদ্বোধন করা হয়। সি চিন পিং এবং অন্যান্য রাষ্ট্রীয় নেতারা উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। চীনের প্রধানমন্ত্রী লি খ‍্য ছিয়াং অধিবেশনে সরকারি কর্ম-প্রতিবেদন পেশ করেন।

লি খ‍্য ছিয়াং সরকারি কর্ম-প্রতিবেদনে উল্লেখ করেন যে, চলতি বছর উন্নয়নের প্রধান লক্ষ্য- জিডিপি’র ৫% প্রবৃদ্ধি; প্রায় ১২ মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা; শহুরে বেকারত্বের হার ৫.৫ শতাংশে রাখা; ভোক্তা মূল্য সূচকের বৃদ্ধি ৩ শতাংশের মধ্যে নিয়ন্ত্রণ করা; নাগরিকদের আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সামঞ্জস‍্যপূর্ণ করা; আমদানি ও রপ্তানি স্থিতিশীল এবং আন্তর্জাতিক আমদানি-রপ্তানি ভারসাম্যপূর্ণ রাখা। পাশাপাশি, খাদ্যশস্য উৎপাদন ০.৬৫ ট্রিলিয়ন কেজির বেশি; জিডিপি’র ইউনিট প্রতি জ্বালানি খরচ এবং প্রধান দূষণ নির্গমন হ্রাস অব্যাহত রাখা হবে, জীবাশ্ম জ্বালানি নিয়ন্ত্রণ করা হবে এবং পরিবেশের গুণগতমান ক্রমাগত উন্নত করা হবে।

 (ইয়াং/তৌহিদ/ছাই)