নতুন প্রবৃদ্ধির প্রত্যাশা নিয়েই শুরু হয়েছে চীনের ‘দুই অধিবেশন’
2023-03-05 17:47:29


মার্চ ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গুরুত্বপূর্ণ ‘দুই অধিবেশন’কে ঘিরে জোরালো অর্থনৈতিক পুনরুদ্ধার ও নতুন প্রবৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। চীন নিজের অর্থনৈতিক জোরালো পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে বিশ্ব অর্থনীতিকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলে মনে করেন তারা।

টেপেস্ট্রি এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ইয়ান বোজেক বলেন, তিনি চীনের অর্থনৈতিক সম্ভাবনার বিষয়ে খুবই আশাবাদী। কারণ করোনাকালেও দেশটি তার অর্থনীতির গতিকে ধরে রাখতে পেরেছে। চীনের ব্যবসা-বাণিজ্য এখন ঘুরে দাঁড়াচ্ছে, এর রয়েছে বিশাল মধ্যবিত্ত জনগোষ্ঠি। এ সব কিছু চীনকে বড় অর্থনৈতিক সাফল্যের দিকে নিয়ে যাবে বলে মনে করেন ইয়ান বোজেক।

বিশ্লেষকরা বলছেন, চীনের ম্যানুফেকচারিং সক্ষমতা, বিশ্বব্যাপী বিশাল সরবরাহ চেইন বিশ্ব অর্থনীতিকে আত্মবিশ্বাস, স্থিতিশীলতা ও ব্যাপকতা দেবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের এশিয়া-প্যাসিফিক ডিপার্টমেন্টের উপ-পরিচালক থমাস হেলব্লিং মনে করেন, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি অন্যতম উৎস হিসেবে চীন নিজের অবস্থান ধরে রাখবে।

হাশিম/মিম

তথ্য ও ছবি: সিনহুয়া।