২০২২ সালে চীনের জিডিপি ৩ শতাংশ বেড়েছে: সরকারি কর্ম-প্রতিবেদন
2023-03-05 10:42:43

মার্চ ৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (রোববার) চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের সম্মেলন বা এনপিসি'র প্রথম অধিবেশনে তাঁর কর্ম প্রতিবেদন পেশ করেন। তিনি বলেন, গেল বছর চীনের জিডিপি ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শহরে নতুন কর্মসংস্থান হয়েছে ১.২০৬ কোটি। শহুরে বেকারত্বের হার ৫.৫ শতাংশ কমেছে। নাগরিকদের ভোক্তা সূচক ২ শতাংশ বেড়েছে। আমদানি ও রপ্তানি পণ্যের মোট পরিমাণ ৭.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাজস্ব ঘাটতি প্রায় ২.৮ শতাংশ। আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্য ছিল। বিশ্বের প্রধান মুদ্রাগুলোর মধ্যে আরএমবি বিনিময় হার তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।

এ বছর খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল ১.৩৭ ট্রিলিয়ন চিন (এক চিন আধা কেজি), যা আগের বছরের চেয়ে ৭.৪ বিলিয়ন জি বেশি। প্রাকৃতিক পরিবেশের মান অব্যাহতভাবে উন্নত হচ্ছে।

(ছাই/তৌহিদ)