বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক স্থিতিশীল করার ক্ষেত্রে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ: রুশ অর্থনীতিবিদ
2023-03-05 18:33:19

মার্চ ৫: বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক স্থিতিশীল করার ক্ষেত্রে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের সহযোগী অধ্যাপক আইরিনা কাকুশখিনা সিনহুয়া বার্তা সংস্থায় দেওয়া এক সাক্ষাত্কারে এ-কথা বলেছেন।

তিনি বলেন, গেল বছর কোভিড-১৯ মহামারীর আঘাত এবং বিশ্ব অর্থনীতির দুর্বলতাসহ ধারাবাহিক নেতিবাচক উপাদানের পরও চীন সরকার সামষ্টিক নিয়ন্ত্রণ ক্ষেত্র সম্প্রসারণ করেছে এবং বাজার চাঙ্গা করেছে। এতে বহু ক্ষেত্রের ‘ভোক্তা ব্যবস্থা’ অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে। এতে অর্থনীতির সুষ্ঠু প্রবৃদ্ধি হয়েছে।

তিনি বলেন, বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে অব্যাহত বরাদ্দ বাড়িয়েছে চীন সরকার; এতে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রকল্প এগিয়ে গেছে। গেল বছর চীনের গবেষণা ফি ২০২১ সালের তুলনায় ১০.৪ শতাংশ বেড়েছে। টানা ৭ বছর ধরে দুই অঙ্কের প্রবৃদ্ধি বাস্তবায়িত হয়েছে।

তিনি মনে করেন, চীন সবসময় অভ্যন্তরীণ ও বাইরের স্থিতিশীলতা বজায় রাখছে, যা আর্থিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ ভিত্তি। পাশাপাশি, ব্যাপকভাবে বিদেশে অর্থনৈতিক তত্পরতা চালায় চীন। এতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। স্থিতিশীল ও নির্ভরশীল সহযোগী হিসেবে চীন বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)