সিপিপিসিসি’র ত্রয়োদশ জাতীয় কমিটি মোট ২৯,৩২৩টি প্রস্তাব পেয়েছে
2023-03-05 18:19:26

মার্চ ৫: চীনা গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি’র ত্রয়োদশ জাতীয় কমিটির সময়, সিপিপিসিসি’র সদস্যরা, অংশগ্রহণকারী ইউনিট এবং সিপিপিসিসি’র বিশেষ কমিটি জনগণের জীবনযাপন সংক্রান্ত চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রস্তাব পেশ করেছে। গত পাঁচ বছরে মোট ২৯,৩২৩টি প্রস্তাব পাওয়া গেছে এবং ২৩,৮১৮টি প্রস্তাব পর্যালোচনার পর নথিবদ্ধ করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত, ৯৯.৮% প্রস্তাবের বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে, চতুর্দশ সিপিপিসিসি’র প্রথম  অধিবেশনের সভাপতিমণ্ডলীর নির্বাহী চেয়ারম্যান শাও হং অধিবেশনে ত্রয়োদশ সিপিপিসিসি’র প্রস্তাবনার কর্মপ্রতিবেদন পেশ করেন। তিনি বলেন, সিপিপিসিসি’র জাতীয় কমিটি প্রাসঙ্গিক পক্ষের সঙ্গে গভীর আলোচনা করেছে এবং প্রস্তাবে অনেক মতামত ও পরামর্শ প্রাসঙ্গিক পরিকল্পনা নীতি ও পদক্ষেপে প্রতিফলিত হয়েছে। সর্বাত্মকভাবে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গঠনের নতুন যাত্রায় এবং দ্বিতীয় শতবর্ষের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় সিপিপিসিসি’র জ্ঞান ও শক্তি অবদান রেখেছে।

 (ইয়াং/তৌহিদ/ছাই)