রোববারের আলাপন- ভালবাসার জন্য দৌড়ানো! ম্যারাথনবিষয়ক বাবা ও ছেলের গল্প
2023-03-05 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু আকাশ, এবং..


বন্ধুরা, ৮ মার্চ হলো আন্তর্জাতিক নারী দিবস। চীন নারীর কল্যাণ ও অধিকার নিশ্চিত করার খাতে নানা প্রচেষ্টা চালিয়েছে। ‘গণ-প্রজাতন্ত্রী চীন নারীদের কল্যাণ ও অধিকার আইন’ নারীদের বৈধ অধিকার ও কল্যাণ, পুরুষ ও নারীর সমতা এবং নারীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯২ সালের পয়লা অক্টোবর থেকে চীনে এ আইন চালু করা হয়।


তৌহিদ ভাই, আপনি চীনে অনেক বছর ধরে আছেন। নারীদের সম্মান ও নানা কল্যাণ ও অধিকার নিশ্চিত করার খাতে আপনি কি কি দেখেছেন?


বাংলাদেশে এ খাতের অবস্থা কেমন বলে আপনি মনে করেন?


তৌহিদ:... 

সংগীত

বন্ধুরা, আমরা আজ আগের মত অব্যাহতভাবে ক্রীড়াজগতের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, কেমন?


১৯ ফেব্রুয়ারি সকালে শেনচেন ম্যারাথন প্রতিযোগিতায় চ্যচিয়াং প্রদেশ থেকে আসা একজন বাবা ও তার ছেলে সবার দৃষ্টি আকর্ষণ করে। বাবা তিন চাকার ট্রলি  ব্যবহার করে তার ছেলেকে নিয়ে এক ঘন্টা ৫৯ মিনিট হাফ  ম্যারাথন বা ২১ কিলোমিটারের প্রতিযোগিতা শেষ করেছেন।


বাবার নাম হচ্ছেন লুও সু চিয়ান, তাঁর বয়স ৪৫ বছর। তাঁর ছেলের নাম সিও পাই, বয়স ১৩ বছর। সিও পাই জন্মগ্রহণ করার সময় ১৫ মিনিট গুরুতর শ্বাসপ্রশ্বাস-জনিত সমস্যা হয়। এ কারণে, সিও পাইয়ের মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি প্রতিশ্রুতি দেন যে, সারা জীবনে সিও পাইয়ের পাশে থাকবেন।


২০১০ সালে, লুও সু চিয়ান প্রথমে একজন মার্কিন বাবা ও ছেলের গল্প শোনেন। ওই গল্পে বলা হয়, একজন মার্কিন বাবা ট্রলি ব্যবহার করে তার মস্তিষ্কের রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে এক হাজার বারেরও বেশি দৌড়ানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ওই গল্প লুও সু চিয়ানকে অনেক অনুপ্রাণিত করে। তিনিও ম্যারাথনের মাধ্যমে তার ছেলেকে নিয়ে বিশ্ব দেখতে চান। তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাবেন। এ সিদ্ধান্ত নেওয়ার পর, লুও সু চিয়ান দৌড়ানোর প্রশিক্ষণ শুরু করেন।

২০১৫ সাল থেকে, বাবা ও ছেলে প্রথমবারের মত ম্যারাথনে অংশগ্রহণ করেন। তারা ইতোমধ্যে ৫৬বার প্রতিযোগিতা শেষ করেছেন। তারা ইতোমধ্যে দেশের বিশটিরও বেশি শহরে গিয়েছেন। বর্তমানে তাদের সবচেয়ে ভালো রেকর্ড হচ্ছে ফুল ম্যারাথন- ৩ ঘন্টা ২৮ মিনিট; হাফ ম্যারাথন-১ ঘন্টা ৩৩ মিনিট। লুও সু চিয়ান হচ্ছেন একজন সরবরাহ-কর্মী। প্রতিদিনের কাজের পাশাপাশি তিনি ইতিবাচকভাবে গণ-সুবিধা কার্যক্রম আয়োজন করে থাকেন। তিনি সবার সঙ্গে একযোগে ‘ভালবাসার জন্য দৌড়ানো’ কর্মসূচিতে অংশ নেন। তিনি আরো বেশি লোককে অনুপ্রাণিত ও উত্সাহিত করতে চান। 


তৌহিদ ভাই, তিনি সফল হয়েছেন। কারণ আমিও তার গল্প থেকে অনেক অনুপ্রাণিত ও শক্তি পেয়েছি। এ গল্প আপনার কেমন লেগেছে। পাশাপাশি, ম্যারাথনের উপকারিতা সম্পর্কে আমাদের কিছু বলুন।