অভিবাসীদের চাপ কমাতে ইইউ’র সদস্য দেশগুলোর প্রতি পাঁচটি দেশের আহ্বান
2023-03-05 17:07:01


মার্চ ৫: গতকাল (শনিবার) ভূ-মধ্যসাগরীয় অঞ্চলের ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পাঁচটি সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইইউ’র সদস্য দেশগুলোকে ন্যায্যভাবে অভিবাসীদের গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে; যাতে কার্যকরভাবে অবৈধ অভিবাসীদের ইউরোপে যাওয়ার আশঙ্কা কমানো যায়।

 

এদিন, মাল্টা, গ্রিস, ইতালি, স্পেন ও সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রীরা দু’দিনব্যাপী সম্মেলন শেষ করে এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন। এই যৌথ বিবৃতি অনুযায়ী, ইইউকে বিভিন্ন পদ্ধতিতে অভিবাসীদের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন মন্ত্রীরা।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)