চীনাদের ভ্রমণে আকৃষ্ট করতে কাজ করছে থাইল্যান্ড
2023-03-05 17:39:37

মার্চ ৫, সিএমজি বাংলা ডেস্ক: থাইল্যান্ডে চীনা পর্যটন বাড়ানোর প্রচেষ্টা শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রী ফিফাত রতচকিতপ্রকর্ণ মনে করেন দুই দেশের সমন্বিত প্রচেষ্টায় থাইল্যান্ডের উচ্চমানের পর্যটন-পণ্য চীনে প্রচার পাবে।

সম্প্রতি থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ এবং চীনের সিটিজি ট্রাভেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড একটি অভিপ্রায়পত্র স্বাক্ষর করে। চীনা পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণে উৎসাহিত করতে পর্যটন শিল্পে কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর উদ্দেশ্যে স্বাক্ষর করা হয় অভিপ্রায় পত্রটি।

দু'দেশের জন্য ভিসা ছাড়ের বিষয়ে রতচকিতপ্রকর্ণ বলেছেন এটি সম্ভব কিনা জানতে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করতে হবে।

সিটিজি ট্রাভেলের চেয়ারম্যান লেই হাইসু বলেন চীনা পর্যটকদের চাহিদা মেটাতে পর্যটন ব্যুরোর সাথে কাজ করবে সিটিজি ট্রাভেল। তিনি আরো বলেন চীনা পর্যটকদের আকর্ষণীয় মূল্যে মানসম্পন্ন পর্যটন পণ্য সরবরাহ করবে কোম্পানিটি।

পর্যটকদের আকর্ষণ করার জন্য থাই উৎসবের সাথে জড়িত বিভিন্ন কার্যক্রমেরও আয়োজন করবে তারা।

থাইল্যান্ডের পর্যটন ব্যুরোর গভর্নর ইউতাসাক সুপাসর্ন বলেন, চীনা পর্যটকদের একটি নিরাপদ ও বৈচিত্র্যময় ভ্রমণ অভিজ্ঞতা দিতে কাজ করছেন তারা।

মামুন/ হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি।