সিপিপিসিসি’র বার্ষিক সম্মেলন শুরু
2023-03-04 15:56:22

মার্চ ৪: চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি’র চতুর্দশ জাতীয় কমিটির প্রথম অধিবেশন আজ (শনিবার) বিকালে বেইজিংয়ে শুরু হয়েছে। এটি সিপিপিসিসি’র নতুন জাতীয় কমিটি’র পাঁচ বছর মেয়াদের প্রথম বার্ষিক অধিবেশন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ দেশের নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

উল্লেখ্য চতুর্দশ সিপিপিসিসি’র সদস্য ৩৪টি মহলের মোট ২১৬৯জন। এর মধ্যে ৬০.৮ শতাংশ সদস্য চীনা কমিউনিস্ট পার্টির সদস্য নয়। আগামী সাড়ে সাত দিনে তাঁরা সিপিপিসিসি জাতীয় কমিটির নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃস্থানীয় সদস্যদের নির্বাচন করবেন এবং চীনের রাজনীতি, অর্থনীতি ও সমাজের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে পরামর্শ করবেন।

সিপিপিসিসি হলো সিপিসি’র নেতৃত্বে বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শের জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি জাতীয় প্রশাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ; যা বৈশিষ্ট্যময় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা।

(ছাই/তৌহিদ)