‘চীনের সামরিক আধুনিকায়ন বিশ্বের জন্য ইতিবাচক’
2023-03-04 19:11:43

মার্চ ০৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আইন প্রণেতাদের বার্ষিক অধিবেশনের একজন মুখপাত্র বলেছেন, দেশটির সামরিক আধুনিকায়ন অন্য দেশের জন্য হুমকি তো হবেই না; বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

চৌদ্দতম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হওয়ার একদিন আগে শনিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ওয়াং ছাও বলেন, "চীনের ভবিষ্যৎ গোটা বিশ্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চীনের সামরিক আধুনিকায়ন কোনো দেশের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে না। বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তি রক্ষার জন্য ইতিবাচক হবে।"

চীনের প্রতিরক্ষা বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওয়াং বলেন, প্রতিরক্ষা ব্যয় নির্ধারণ করা হয় প্রতিরক্ষা সক্ষমতা এবং অর্থনৈতিক উন্নয়নের সামগ্রিক বিবেচনার ভিত্তিতে, যা সারা বিশ্বে একটি সাধারণ নীতি।

তিনি বলেন, "জটিল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এবং একটি বড় দেশ হিসেবে চীনের দায়িত্ব পালনে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রয়োজন। চীনে জিডিপি-প্রতিরক্ষা ব্যয়ের অনুপাত বহু বছর ধরে স্থিতিশীল রয়েছে এবং তা বিশ্বের গড়ের তুলনায় কম। তাই এ ক্ষেত্রে চীনের ব্যয় বৃদ্ধি যুক্তিসঙ্গত।" - রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইল

#চীন #প্রতিরক্ষা_ব্যয় #নিরাপত্তা #জাতীয়_গণকংগ্রেস