১৪তম এনপিসির বার্ষিক অধিবেশন শুরু ৫ মার্চ, আলোচ্য নয়টি বিষয়
2023-03-04 17:47:14

মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আইনসভা জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশনে মোট নয়টি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। ১৪তম এনপিসির প্রথম অধিবেশনের মুখপাত্র ওয়াং চাও শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

শীর্ষ আনসভা এনপিসির এ অধিবেশন ৫ মার্চ সকালে শুরু হবে এবং ১৩ মার্চ শেষ হবে।

মুখপাত্র ওয়াং চাও বলেন, নয় আলোচ্যসূচির  প্রথম পাঁচে রয়েছে, সরকারের কাজ নিয়ে আলোচনা।  গত বছরের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিবেদন এবং এ বছরের খসড়া পরিকল্পনা পর্যালোচনা করা। গত বছরের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের বাস্তবায়ন এবং চলতি বছরের খসড়া বাজেটের প্রতিবেদন পর্যালোচনা করা।

গণপ্রজাতন্ত্রের আইন প্রণয়নের খসড়া সংশোধন সংক্রান্ত এনপিসি’র স্থায়ী কমিটির পেশ করা বিলের উপর আলোচনা এবং এনপিসি স্ট্যান্ডিং কমিটির কাজের রিপোর্টের উপর আলোচনা হবে অধিবেশনে।

মিম/হাশিম

তথ্য ও ছবি- সিসিটিভি প্লাস।

#China #chinanpc