ফেব্রুয়ারিতে ভালো বিক্রি চীনের আবাসন খাতে পুনরুদ্ধার প্রক্রিয়া জোরালো করেছে
2023-03-04 17:53:51



মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনেরর অনেক শহরে ফেব্রুয়ারিতে আবাসন খাতে লেনদেনের পরিমাণে প্রবৃদ্ধি দুই অংকে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলেছে যে. এটি বাজারের ওপর আস্থা আরও বাড়িয়ে দেবে এবং বাজার পুনরুদ্ধারকে উৎসাহিত করবে।



ই-হাউস (চায়না) এন্টারপ্রাইজ হোল্ডিংস লিমিটেডের একটি ইউনিট চায়না রিয়েল এস্টেট ইনফরমেশন কর্পোরেশন- সিআরআইসি’র তথ্য মতে, ৩০টি শহরে লেনদেনের পরিমাণ জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
শহরগুলোতে আবাসিক খাতে লেনদেন একটি শক্তিশালী প্রত্যাবর্তন দেখেছে। ফেব্রুয়ারি মাসে লেনদেন ৪০ শতাংশের বেশি বেড়ে ডিসেম্বরের স্তরে পৌঁছেছে। শহরগুলোতে আবাসন সরবরাহ এক মাস আগের থেকে ৭ শতাংশ বৃদ্ধি দেখা গেছে, যা সামগ্রিক বাজার পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।
সিআরআইসি গবেষণা কেন্দ্রের মহাব্যবস্থাপক লিন বো, বাজার পরিস্থিতির উন্নতির জন্য কোভিড ব্যবস্থার অপ্টিমাইজেশন, সরবরাহ চেইন পুনরুদ্ধারকে কৃতিত্ব দিয়েছেন।

হাশিম/শিহাব
তথ্য ও ছবি : চায়না ডেইলি।