সিপিপিসিসি’র চতুর্দশ জাতীয় কমিটির প্রথম অধিবেশনের এজেন্ডা প্রকাশিত
2023-03-04 17:25:12

মার্চ ৪: চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা  সিপিপিসিসি’র চতুর্দশ জাতীয় কমিটির প্রথম অধিবেশনের এজেন্ডা গতকাল (শুক্রবার) সিপিপিসিসি’র প্রথম অধিবেশনের প্রস্তুতিমূলক সভায় গৃহীত হয়েছে। এজেন্ডাগুলো হলো:-

১. সিপিপিসিসি’র জাতীয় কমিটির স্ট্যান্ডিং কমিটির কর্মপ্রতিবেদনের পর্যালোচনা।

২. বিভিন্ন প্রস্তাব নিয়ে সিপিপিসিসি’র জাতীয় কমিটির স্থায়ী কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা।

৩. চীনের জাতীয় গণকংগ্রেস বা এনপিসি’র চতুর্দশ প্রথম অধিবেশনে যোগ দেওয়া এবং সরকারি কর্মপ্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক প্রতিবেদনগুলো নিয়ে আলোচনা করা।

৪. সিপিপিসিসি’র সনদের সংশোধনী প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন দেওয়া।

৫. সিপিপিসিসি’র চতুর্দশ জাতীয় কমিটির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের নির্বাচন করা।

৬. সিপিপিসিসি’র চতুর্দশ জাতীয় কমিটির প্রথম অধিবেশনের রাজনৈতিক রেজোলিউশন পর্যালোচনা ও অনুমোদন দেওয়া।

৭. সিপিপিসিসি’র চতুর্দশ জাতীয় কমিটির স্থায়ী কমিটির কর্মপ্রতিবেদন পর্যালোচনা করা ও অনুমোদন দেওয়া।

৮. সিপিপিসিসি’র চতুর্দশ জাতীয় কমিটির প্রস্তাব-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করা ও অনুমোদন দেওয়া; এবং,

৯. সিপিপিসিসি’র চতুর্দশ জাতীয় কমিটির প্রস্তাব পর্যালোচনা কমিটির দেওয়া প্রস্তাব-সংক্রান্ত পর্যালোচনা প্রতিবেদন নিয়ে আলোচনা করা ও অনুমোদন দেওয়া।

(ইয়াং/তৌহিদ/ছাই)