‘এক দেশ, দুই ব্যবস্থা’র মাইলফলক হংকং জাতীয় নিরাপত্তা আইন: মুখপাত্র
2023-03-04 19:12:37

মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক : চীনের একজন মুখপাত্র শনিবার বলেছেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের জন্য জাতীয় নিরাপত্তা রক্ষায় আইন প্রণয়ন এবং বলবৎ করা ‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

চৌদ্দতম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনের মুখপাত্র ওয়াং ছাও অধিবেশন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর হংকংয়ের নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত করা হয়েছে, জাতীয় নিরাপত্তা কার্যকরভাবে সুরক্ষিত করা হয়েছে এবং সামাজিক শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনা হয়েছে।

মুখপাত্র জানান, ওই আইন বলবৎ করার পর হংকংয়ে আইনের শাসন নিশ্চিত হয়েছে, ব্যবসায়িক পরিবেশের উন্নতি হয়েছে, উন্নয়নের গতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং হংকংয়ের বাসিন্দাদের অধিকার ও স্বাধীনতা আরও ভালোভাবে সুরক্ষিত হয়েছে। এর মধ্য দিয়ে হংকং বিশৃঙ্খলা থেকে স্থিতিশীলতায় ফিরে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

এক জনমত জরিপের উদ্ধৃতি দিয়ে ওয়াং বলেন, হংকংয়ের নাগরিকদের প্রায় ৭৫ দশমিক ৭ শতাংশ জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নে সন্তুষ্ট। - রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি