চীনের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে চলতি মাসে
2023-03-04 17:48:55

মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চলতি মাসেই চীনের প্রথম বড় পরিসরের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট মস'কে ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন মস সৃষ্টির পেছনের কারিগররা।

ওপেন সোর্স সফটওয়্যার হল এক ধরনের সফটওয়্যার যার সোর্স কোড সম্পূর্ণ উন্মুক্ত। সোর্স কোড বলতে কোন প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরীর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা কোডকে বোঝানো হয়। প্রতিটি সফটওয়্যারের সোর্স কোড থাকে তবে ওপেন সোর্স সফটওয়্যারের  ক্ষেত্রে সোর্স কোডটি উন্মুক্ত থাকে।

এই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি তৈরি করেছেন ফুদান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। পাবলিক টেস্টিংয়ের জন্য গত ২০ ফেব্রুয়ারি সর্বপ্রথম চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট মস চালু হয়। এর নামকরণ করা হয়েছে চীনা ফিল্ম দি ওয়ান্ডারিং আর্থ টু'র প্রখর বুদ্ধিমত্তাসম্পন্ন কোয়ান্টাম কম্পিউটারের নামে।

গত মাসে পাবলিক টেস্টিং চালু হবার পর থেকেই চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম সিনা ওয়েইবোতে বেশ সাড়া ফেলেছে মস। 

চ্যাটবটটি এখনো নিবিড় অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যেই ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিউ সিপেং জানিয়েছে চ্যাটবটটিকে ওপেন সোর্স সফটওয়্যার করা হবে। এতে মসের ওপর প্রত্যাশা আরো কয়েক গুণ বেড়েছে।

মামুন/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি।