বিদেশি প্রতিষ্ঠানগুলোর চীনে বিনিয়োগ বাড়ছে: রয়টার্স
2023-03-04 19:04:51

মার্চ ৪: সম্প্রতি বিভিন্ন বিশ্বখ্যাত ব্রান্ড চীনে বিনিয়োগ ও ব্যবসা বৃদ্ধি করেছে। রয়টার্সের সাম্প্রতিক এক খবরে বলা হয়, এতে বোঝা যাচ্ছে যে, বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক সত্তার অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে।

জার্মান স্কিন কেয়ার প্রতিষ্ঠান বেয়ার্সডর্ফ কোম্পানির সিইও বলেন, চীনের মহামারী প্রতিরোধমূলক ব্যবস্থা সমন্বয় করার মাধ্যমে চীনে তাদের কোম্পানির ব্যবসা পুনরুদ্ধার হচ্ছে। ফেব্রুয়ারি মাসে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে।

তিনি বলেন, চীনের বহির্মুখী ভ্রমণ ব্যবসা পুনরুদ্ধার হওয়ায় জাপানসহ অন্যান্য দেশে কেনাবেচা বাড়ছে।

মার্কিন কোলগেট কোম্পানির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিক্রয় পরিচালক বলেন, কোম্পানিটি চীনে উচ্চ মানের নতুন পণ্য বিক্রি করবে। আগামী কয়েক মাসে চীনে কোম্পানিটির বেশ উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের খবরে আরও বলা হয়, বর্তমানে অনেক আন্তর্জাতিক কোম্পানি ক্রমবর্ধমান ব্যয়ের চাপ মোকাবিলা করছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ভোক্তা গোষ্ঠী পণ্য কেনা কমিয়েছে। তাই চীনের ভোক্তা বাজার পুনরুদ্ধার প্রতিষ্ঠানের ওপর চাপ কমাতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

(ছাই/তৌহিদ)