আইভরি কোস্ট ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান আবিদজানে অনুষ্ঠিত
2023-03-04 17:03:36

মার্চ ৪: আইভরি কোস্ট ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার দেশটির রাজনৈতিক রাজধানী আবিদজানে অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এবং সেদেশে নিযুক্ত চীনা দূতাবাসের অস্থায়ী রাষ্ট্রদূত চৌ খাং নিং ওই সম্মেলনে অংশ নেন।

 

ভাষণে প্রধানমন্ত্রী বলেন,  ১৯৮৩ সালে আইভরি কোস্ট ও চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন বজায় রয়েছে। দু’দেশের উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ বিনিময় এবং আর্থ-বাণিজ্যিক বিনিময় আরও বেড়েছে। পাশাপাশি, মানবিক বিনিময় সম্প্রসারণ হয়েছে এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। ‘একচীন নীতিতে’ অবিচল রয়েছে আইভরি কোস্ট। চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরতর করা এবং যৌথ উন্নয়ন বাস্তবায়নে দেশটি আগ্রহী বলেও জানান প্রধানমন্ত্রী।

চৌ খান নিং বলেন, বিগত ৪০ বছরে দুই দেশের সম্পর্ক সবসময় সুষ্ঠুভাবে ও স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। ভিন্ন সামাজিক ব্যবস্থা এবং ভিন্ন ঐতিহাসিক সংস্কৃতির দেশের মধ্যে সহাবস্থান ও পারস্পরিক কল্যাণকর দৃষ্টান্ত পরিণত হয়েছে দু’দেশের সম্পর্ক। দেশটির সঙ্গে নতুন সময় উচ্চ পর্যায়ের চীন-আফ্রিকার অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনে আরও বেশি অবদান রাখতে চীন আগ্রহী বলেও জানান তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)