উজ্জ্বল সম্ভাবনার সাথে স্থিতিশীল রয়েছে চীনের অর্থনীতি : চীনা মুখপাত্র
2023-03-04 17:50:01

মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক : উজ্জ্বল সম্ভাবনার সাথে চীনের অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে মনে করেন চীনের জাতীয় রাজনৈতিক উপদেষ্টারা।

আজ শুরু হওয়া চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চতুর্দশ জাতীয় কমিটির প্রথম অধিবেশনের প্রাক্কালে শুক্রবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন সম্মেলনের মুখপাত্র কুও ওয়েই মিন।

মুখপাত্র  কুও ওয়েই মিন বলেন, বর্তমানে চীনের উন্নয়ন-প্রক্রিয়া জটিল পরিস্থিতির সম্মুখীন। তবে, চীনের বিশাল বাজার, সমৃদ্ধ শিল্পব্যবস্থা ও উন্নত মানবসম্পদ রয়েছে, যা দেশের অর্থনীতির মজবুত ভিত্তি। চীনের অর্থনীতির সুপ্তশক্তি ও প্রাণশক্তিও প্রবল। এ প্রেক্ষাপটে, চলতি বছর স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রাকে শীর্ষস্থানে রাখতে হবে।

তিনি সাংবাদিকদের বলেন, 'জাতীয় রাজনৈতিক উপদেষ্টারা প্রত্যাশার উন্নতি ও আত্মবিশ্বাস বাড়াতে জোরালো সংস্কার পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।'

মিম/হাশিম

তথ্য ও ছবি- সিজিটিএন।

#ChinaEconomy #China