অখণ্ড বিদ্যুত্চক্র উন্নয়ন গবেষণা দেখলেন চীনের উপ-প্রধানমন্ত্রী
2023-03-03 11:10:03

মার্চ ৩: গতকাল (বৃহস্পতিবার) চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হো বেইজিংয়ে অখণ্ড বিদ্যুত্চক্র প্রতিষ্ঠানের উন্নয়ন গবেষণা প্রত্যক্ষ করেন এবং এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

 

তিনি বলেন, অখণ্ড বিদ্যুত্চক্র আধুনিক শিল্প ব্যবস্থার কেন্দ্র ও সংযোগস্থল। তা দেশের নিরাপত্তা ও চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। চীন তুলনামূলকভাবে সম্পূর্ণ অখণ্ড বিদ্যুত্চক্র শিল্প চেইন প্রতিষ্ঠা করেছে এবং এ ক্ষেত্রে বেশ কিছু সুদক্ষ প্রতিষ্ঠান ও শিল্পপতি আবির্ভূত হয়েছে।

 

তিনি বলেন, চীন হচ্ছে বিরাট চিপস বাজার। এটি বাজার অর্থনীতিতে সবচেয়ে মূল্যবান সম্পদ এবং অখণ্ড বিদ্যুত্চক্র শিল্প উন্নয়ন ত্বরান্বিত করার কৌশলগত প্রাধান্য পেয়ে থাকে।

 

তিনি জোর দিয়ে বলেন, সরকার বাস্তব অবস্থা ও নতুন পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ অখণ্ড বিদ্যুত্চক্র শিল্পনীতি প্রণয়ন করেছে। নানা প্রতিষ্ঠানের সমস্যার সমন্বয় ও সমাধান করে দীর্ঘমেয়াদী বিনিয়োগে নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠানগুলোকে মেধাশক্তি  আমদানি ও লালন-পালন করতে সহায়তা দেয় সরকার।

 

তিনি বলেন, বাজার শক্তি এবং শিল্প পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উপর গুরুত্ব দিয়ে শিল্পপতিদের উপর নির্ভর করে অখণ্ড বিদ্যুত্চক্র শিল্পের সুষ্ঠু উন্নয়ন বাস্তবায়ন করতে হবে। এছাড়া, আন্তর্জাতিক সহযোগিতায় অবিচল থাকতে হবে, উন্মুক্তকরণ সম্প্রসারণ করতে হবে, এবং দৃঢ়তার সঙ্গে বিশ্ব শিল্প চেইন সরবরাহ চেইনের স্থিতিশীলতা রক্ষা করতে হবে।

 

(প্রেমা/এনাম/রুবি)