চীনা গায়ক সুন হাও
2023-03-02 11:17:30



আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়ক ও অভিনেতার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম সুন হাও। তিনি ১৯৬৮ সালে শায়ানসি প্রদেশের রাজধানী সিআন শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি গান ‘চীনা লোক গানের’ জন্য দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন এবং গত শতাব্দীর ৯০ দশকে চীনের অন্যতম জনপ্রিয় গায়ক। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন সুন হাও’র জনপ্রিয় একটি গান ‘চীনা লোক গান’।গান ১

 

সুন হাও ছোট থেকে গান গাইতে অনেক পছন্দ করতেন। সেই সময় চীনে সংগীত শেখার সুযোগ খুব কম ছিল। মাধ্যমিক স্কুল শেষ করে সুন হাও কারখানার শ্রমিক হন। সবাই জানে তিনি ভালো গান গাইতে পারেন, তাই তিনি অনেকবার কারখানার পক্ষ থেকে সংগীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। একটি সংগীত প্রতিযোগিতায় চীনের বিখ্যাত সুরকার ওয়াং মিং তাকে পছন্দ করেন এবং তার সংগীত প্রতিভার প্রশংসা করেন। তার সুপারিশে সুন হাও চীনা কেন্দ্রীয় সংগীত একেডামিতে ভর্তি হয়ে গান গাওয়া শিখেন। ১৯৯০ সালে তিনি চলচ্চিত্র ‘সুপার স্টারে’ অভিনয় করার সুযোগ পান এবং এর থিম সোং ‘আজকের আবহাওয়া ভালো’ গানটি পরিবেশন করেন। এর মাধ্যমে তিনি শোবিজ জগতে পা রাখেন। বন্ধুরা, এখন শুনুন সুন হাও’র সুন্দর গান ‘আজকের আবহাওয়া ভালো’।গান ২

 

১৯৯৪ সালে সুন হাও চীনের সবচেয়ে প্রভাবশালী সংগীত প্রতিযোগিতা ‘জাতীয় তরুণ গায়ক প্রতিযোগিতায়’ অংশ নেন এবং তৃতীয় স্থান অর্জন করেন। সেই বছরের বসন্ত উত্সব গালায় তিনি গান ‘চীনা লোক গান’ পরিবেশন করেন, গানটি দ্রুত দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে, তিনিও সবার কাছে পরিচিত হন। এরপর তিনি টানা অনেক বছর বসন্ত উত্সবের গালায় গান গেয়েছেন। তিনি গত শতাব্দীর ৯০ দশকে চীনের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন। বন্ধুরা, এখন শুনুন সুন হাওয়ের বসন্ত উত্সব গালায় অন্যান্য গায়কের সঙ্গে গাওয়া একটি সুন্দর গান ‘১৯৯৭ সাল, আমি তোমার দিকে যাচ্ছি’।গান ৩

 

১৯৯৭ সালে সুন হাও তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘পুরানো বন্ধু, তুমি ভালো আছো?’ প্রকাশ করেন। অ্যালবামে পপ, ডান্স মিউজিক, চীনা বৈশিষ্ট্যময়সহ বিভিন্ন সংগীতশৈলী শোনা যায়। তিনি এই অ্যালবামের জন্য চীনের টিভি সংগীত অ্যাওয়ার্ডসের গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো। অ্যালবামের জনপ্রিয় গান ‘পুরানো বন্ধু, তুমি ভালো আছো?’গান ৪

 

নিজে গান গাওয়ার পাশাপাশি সুন হাও সংগীত প্রযোজকের কাজও করেন। তার সাহায্যে চীনের জনপ্রিয় রক ব্যান্ড ‘শূন্য’ প্রতিষ্ঠিত হয় এবং তা জনপ্রিয় হয়। তার অনেক শিক্ষার্থী পরবর্তীতে চীনের জনপ্রিয় গায়ক গায়িকা হয়েছে। বন্ধুরা, এখন শুনুন সুন হাও’র টিভি নাটক ‘সময়ের গল্পের’ জন্য গাওয়া একটি সুন্দর গান ‘যৌবনের গলি’।গান ৫

 

২০০৩ সাল থেকে সুন হাও বেশি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করা শুরু করেন। অভিনেতা হিসেবে তিনি অনেক জনপ্রিয়তা পান। এসময় তিনি অনেক চলচ্চিত্র ও টিভি নাটকের জন্য গান গেয়েছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে সুন হাও’র আরেকটি সুন্দর গান ‘তারা’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৬

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এএখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।