ব্রাজিলের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদলের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2023-03-02 11:31:32

মার্চ ২: গতকাল (বুধবার) বেইজিংয়ে ব্রাজিলের ওয়ার্কার্স পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক রোমেনিও পেরেইরার সঙ্গে এক বৈঠক মিলিত হন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বিদেশ বিষয়ক কমিশন কার্যালয়ের পরিচালক ওয়াং ই।

 

ওয়াং ই বলেন, চীন ও ব্রাজিল বিশ্বব্যাপী প্রভাবশালী উন্নয়নশীল দুইটি দেশ এবং উদীয়মান বাজার। চীন সব সময় কৌশলগত ও দীর্ঘকালীন দৃষ্টিভঙ্গিতে দু’দেশের সম্পর্ককে বিবেচনা করে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা ফলপ্রসূ ও আন্তর্জাতিক বিষয়াদিতে সমন্বয় ঘনিষ্ঠ হয়েছে।

 

তিনি বলেন, চীন-ব্রাজিল সম্পর্ক দু’দেশের উন্নয়ন ও নির্মাণ এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত। চীনের কমিউনিস্ট পার্টি ব্রাজিলের ওয়ার্কার্স পার্টির সঙ্গে দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময় গভীরতর করে দ্বিপাক্ষিক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও বেগবান করবে।

 

পেরেইরা বলেন, তাঁর পার্টি সিপিসি’র সঙ্গে পার্টি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করে। বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা জোরালো করে দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টির প্রত্যাশা করে।

 

(প্রেমা/এনাম/রুবি)